একুশ, এসো নামাজ পড়ি,ভাবিয়া কর কাজ,ত্যাগ,,আমার দাবি,,আমার বাড়ী,,মামার বাড়ী যাই,, ইত্যাদি। দৈনিক আমার বার্তায়, কাঁদে বাংলাদেশ, হেমন্তেরই তৃপ্তি ছোঁয়া,মাথা মুন্ডু নষ্ট, ঘুমাও সোনা, ইত্যাদি। দৈনিক সাগর কন্ঠে -তোমার হবো,মিলন, জাগ্ জনতা, দুর্নীতি, জাগবী কবে,
ইত্যাদি।
আরো অসংখ্য কবিতা অললাইন গ্রুপের মধ্যে ছড়ানো ছিটানো ভাবে রয়েছে।
এর সাথে অর্জন করেছেন একাধিক ক্রেস্ট।
কবির যৌথ কাব্য মায়ের ভালোবাসা, কবির স্বপ্ন,শৈশব স্মৃতি, নীলাক্ত নীল পদা,শব্দের তালে মন নাচে, জীবনবোধের সূর্য, কার্পাস ডাঙ্গার নজরুল, বাংলার শীতল বার্তা ।
কবি বর্তমানে ছন্দ গবেষণায় অনলাইন গ্রুপ নজরুল স্মৃতি সাহিত্য সংসদের সহ সাধারণ সম্পাদক পদে,
কালিহাতি টাংগাইল সাহিত্য পরিষদের সহ সভাপতি পদে এবং বিভিন্ন অললাইন গ্রুপে এডমিন পদে লিপ্ত আছেন।
পঞ্চরূপ বইটি তার একবই এই বইটিতে ৫ রীতি তে
কবিতা লেখার চেষ্টা করেছি,তার মধ্যে প্রথমেই রয়েছে আমার আবিস্কার স্বরূপধ্বনি বা স্বরূপবৃত্ত।
কালাচাঁদের দৃশ্যাক্ষর বৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, মিশ্রুবৃত্ত।
স্বরূপবৃত্ত নিয়ে পরবর্তিতে গভীর ভাবে আলোচনা করবো ইনশাল্লাহ