আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
রোদ আর বৃষ্টি ভাই-বোন। রোদ ভাই আর বোন হলো বৃষ্টি।
একদিন রোদ বৃষ্টিকে ডেকে বলল, 'জানিস, আমাকে সবাই খুব ভালোবাসে।'
বৃষ্টি হেসে বলল, 'তাই নাকি?'
রোদ বলল, 'ভালোবাসবে না, বারে! আমাকে ছাড়া দিন শুরু হয় না, বদরে নাকি! আমাকে দেখেই তো মানুষ কাজ শুরু করে। কুমার তার মাটির হাঁড়ি-পাতিল শুকোতে দেয়। কৃষকরা উঠোনে ধান শুকোয়, সরিষা শুকোয়, মরিচ শুকোয়। আরও কত রকমের শস্য ও বীজ যে শুকোতে দেয় তা বলে শেষ করতে পারব না। আমি মানুষের কাপড় শুকিয়ে ফেলি। মাছ শুকিয়ে শুঁটকি করে ফেলি। আবার মজাদার সব আচার শুকিয়ে ফেলি। এমনকি কাদা, জমে থাকা পানি ও ময়লা আবর্জনা শুকিয়ে দুর্গন্ধ দূর করি। আমাকে দেখে সূর্যমুখী হেসে ওঠে। গাছেরা তাদের খাবার বানায়। আনন্দে মৌমাছি নেচে ওঠে। পাখিরা সব গান গায়।