মূল ভাব : বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এই তিনটির সমন্বয়ে নাটকের প্রেক্ষাপট রচিত। ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোসের ময়দানে দেওয়া জাতির জনকের ভাষণই ছিলো এদেশের মানুষের কাছে স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ সৃষ্টি থেকে আজ অবধি এই একটি ভাষণই বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে পৃথিবীতে বাঁচতে শিখিয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস, ছয় দফা আন্দোলন, উন সত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের ইতিহাস। শোষকের সমস্ত অন্যায়, ষড়যন্ত্র, অবিচারকে রুখে দিয়ে শোষিতকে করেছে মুক্ত, করেছে স্বাধীন। "রক্তাত্ত স্বাধীনতা” নাটকটি বাঙালী জাতির স্বাধিকার লড়াই থেকে অনুপ্রাণিত।