১৯৭১ সাল। সমগ্র পূর্ব পাকিস্তানে তখন চরম উত্তেজনা এবং অস্থিরতা বিরাজ করছে।
ছোট্ট জুয়েল তখন তৃতীয় শ্রেণির ছাত্র। জুয়েলের বাবার নাম জাকির হোসেন। পরিবার নিয়ে জাকির হোসেন তখন থাকেন রংপুর শহরে। 'ম্যালেরিয়া উচ্ছেদ অভিযান' অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি করেন তিনি। জুয়েলের মার নাম ফৌজিয়া। জুয়েলরা এক বোন আর দুই ভাই। বোনটিই সবার বড়। বোনটির নাম কোহিনূর। কোহিনূরের পরেই জুয়েল। জুয়েলের পরে আরেকটি ভাই। ছোট ভাইটির নাম মানিক। কোহিনূর পঞ্চম শ্রেণির ছাত্রী। অন্যদিকে মানিক খুবই ছোট। সে স্কুলে যায় না।