❝প্রিয়জন হারানোর ব্যথা হয়ত খুবই জঘন্য, যা প্রতিনিয়ত মানুষকে দুর্বল করে তুলে।❞
প্রত্যেকটা জীবের জীবনই এক বৈচিত্র্যময় গল্প। এ গল্পে কখনো ছন্দের মিল থাকে, কখনো থাকে না। তাই বলে কি জীবন আটকে থাকে? কখনোই না। জীবন ছুটে চলে আপন গতিতে। জীবনের গল্পে কখনো তৈরি হয় গৌরবময় সৃষ্টি, আবার কখনও তৈরি হয় কুৎসিত কদাকার বীভৎস রূপ।
গল্পে অনেক অপূর্ণতা থাকে, থাকে পূর্ণতাও। কিছু ভালোবাসা, কিছু স্মৃতি আর কিছু কষ্ট; যা জীবনের গল্পে সবসময়ই থাকে। কিন্তু আলোকিত জীবনকে ক্ষমতাসীন মোড়লরা যখন অন্ধকারে ঠেলে দেয় তখন সেটা স্বাভাবিক জীবন নয়। এ জীবন বড়ই অদ্ভুত, অসহ্য, দুর্বিষহ।
এমন জীবনেরই কিছু গল্প বর্ণনার মুন্সিয়ানায় লেখক তুলে ধরেছেন ‘আলোর মাঝে আঁধার’ বইয়ে। তার প্রতিটি গল্পই পাঠকের জন্য একেকটি মেসেজ।