মানুষ জন্মায় একা। মরেও একা। জন্ম-মৃত্যুর মাঝের সময়টা মানুষ পৃথিবীতে পদচারণ করে। পদচারণের এই দীর্ঘ সময়টা কেউ একা থাকতে চায় না। সবাই সঙ্গী খোঁজে। আর কিছু না হোক, দিনশেষে দীর্ঘশ্বাস ফেলে সুখ-দুঃখের গল্প করার সঙ্গী, মানসিক শান্তি দেবে এমন সঙ্গী। সবাই কি সঙ্গী পায়? মনমতো ক’জন-ই বা পায়? আর পেলেও ক’দিন-ই আগলে রাখতে পারে? সঙ্গী খোঁজার এই দীর্ঘ যাত্রার নামই জীবন। প্রতিটি জীবন এক একটি গল্প। সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি সব মিলিয়ে জীবনের শেষে দেখা যায় প্রতিটি গল্প অসম্পূর্ণ রয়ে যায়।