সত্তর দশকের শেষের দিকে, আমার জীবনের মধুময় সময় অতিক্রম করেছি। এ সময়টাতে প্রচুর রেডিয়ো নাটক শুনতাম ও চোখে দেখা কিছু ঘটনাকে কেন্দ্র করে আমার 'মল্লিকা'কে সৃষ্টি করা হয়েছে।
এখানে একটা মজার বিষয় শেয়ার করতে চাই, আমার মরহুম পিতা জনাব নুরুল মোনেম (তদানীন্তন অবসর প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব, বহিঃর্সম্পদ বিভাগ) ঐ সময়ে আমাকে বাসার একমাত্র ছোট্ট রেডিয়োটিকে বুকের মধ্যে জড়িয়ে রেখে এ ঘর থেকে ও ঘর বেড়িয়ে বেড়িয়ে 'নাটক শোনা'কে বিস্ময় প্রকাশ করে 'রেডিয়ো পিকিং' বলে আখ্যায়িত করেছেন। বাবা আমার অবাকই হতেন, ঐ একমাত্র রেডিয়োটির ভাগীদার আমি-ই যেন! এখন মনে হয় নিঃসন্দেহে এই ডাকটি তাঁর আদরের ছিল।
চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট রেডিয়োতে শোনা বিভিন্ন দেশ-বিদেশের নাটকগুলো এখনো আমার মস্তিষ্কে স্মৃতির মনিকোঠরে চমকিত করে। এগুলোর সাথে আমার কল্পনার আয়না, চিন্তাশক্তি ও কিছু সত্য ঘটনা সংমিশ্রণ ঘটিয়ে 'মল্লিকা'কে আবিষ্কার করা হয়।