গতকাল পর্যন্তই আলেমদের উপর এই অভিযোগ ছিল যে, তারা শুধু শুধু মানুষকে কাফির ফতোয়া দেন। কিন্তু এখন জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদূদী সাহেব এমন থিওরী আবিষ্কার করলেন যার কারণে ৯৫ ভাগের বেশি মুসলমান কাফির সাব্যস্ত হয়ে যায়। তার মতে— কোনো মুসলমান নামাজ-রোযা-হজ্জ-যাকাত ইত্যাদির ফরজ হওয়াকে অস্বীকার না করে কেবল আদায় না করলেই কাফির হয়ে যাবে। তার কথা সঠিক হলে খুব কম মুসলমানই ইসলামের গণ্ডিভুক্ত থাকতে পারবে। শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ সাহেব মাদানী রাহ. এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং শরয়ী দলিল সহকারে প্রমাণ করেছেন যে, মওদূদী সাহেবের এই দৃষ্টিভঙ্গি কোনো সালাফ (পূর্বসূরী আলেম) দ্বারা সমর্থিত নয়। দারুল উলুম দেওবন্দের প্রকাশনা বিভাগ থেকে এই পুস্তিকা প্রকাশ করা হয়, যার বাংলা অনুবাদ এই কিতাব। আল্লাহ তায়ালা কিতাবটিকে ভরপুর কামিয়াবী দান করুন।