'নক্ষত্রের স্ফুরণ' বইতে নতুন কবিতা নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছেন নতুন চমক দেয়ার প্রত্যাশায়। সেই সুবাদে কবিতাগুলো সেই ভাবেই লেখা হয়েছে।
'নক্ষত্রের স্ফুরণ' বইটি পাঠকদের ভাসিয়ে নিয়ে যাবে আনন্দময় শান্তির ভূবনে। পাঠকদের বুঝার সুবিধার্থে কবিগণ এখানে সুন্দর ও সহজবোধ্য শব্দ ও বাক্য চয়ন করেছেন।
বলা যায়, পাঠক নতুন এক স্বাদ ও অনুভূতি পাবেন এই বই থেকে। আমি প্রত্যাশা করি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে কবিগণ এগিয়ে যাবেন তাঁর স্বপ্নের পথে।
আমরা আশা করি 'নক্ষত্রের স্ফুরণ' কবিতার বইটি পাঠক হৃদয়ে একটা বিশাল স্থান দখল করে নেবে।