পৃথিবী থেকে আমরা যে আকাশ দেখি তা বিশাল এবং আমাদের দৃষ্টির বাইরেও বিস্তৃত। এ অসীম দিগন্ত বিস্তৃত আকাশেরই নাম মহাকাশ। এ মহাকাশের কোন সীমা পরিসীমা নেই। এর বিশালতা কল্পনাতীত। মহাকাশের দিকে তাকালে আমরা দিনের বেলা দেখতে পাই সূর্য। রাতের বেলা চোখে পড়ে অসংখ্য তারকারাজি। আর কত অজানা অচেনা গ্রহের রহস্যময় এক জগত এই মহাকাশ।
আজকের অজানা-অচেনা বিষয়গুলো যেন আগামীকাল ধ্রুবতারার মত জ্বল জ্বল করছে। বিজ্ঞানের প্রভূত উন্নতির কল্যাণে আমরা তার সুফল পেতে শুরু করেছি। আমাদের ক্ষুদে তরুণ ও ছাত্র-ছাত্রী বন্ধুদের কাছে বিষয়গুলো আরো কৌতূহলোদ্দীপক, প্রাণবন্ত ও জ্ঞান- বুদ্ধি বিকাশের অন্যতম পাথেয় বলে মনে করছি। তাদের ক্ষুদে মনকে মহাকাশ সম্বন্ধে জানান দেবার জন্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।