নবী কারীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, মৃত্যুর কষ্ট মৃত ব্যক্তির কাছে এমনই কঠিন মনে হয়, যেন শরীর এক সাথে তিনশত তলোয়ার দ্বারা আঘাত করা হয় বা এর চাইতেও বেশি কষ্ট হয়। আর এক বর্ণনায় আছে, এক হাজার অসি দ্বারা আঘাত করলে যে কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়।
ইমাম আওযায়ী রাহ. বলেন, আমি একটি কথা জানতে পেরেছি যে, মৃত্যুর কষ্ট কেয়ামত পর্যন্ত অনুভূত হবে। হযরত সাদ্দাদ ইবনে আউস রহ. বলেন, মৃত্যু দুনিয়া এবং আখেরাতের সমস্ত কষ্ট থেকে অধিক কষ্টসাধ্য। করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয় মৃত্যুতে। কেঁচি দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয়, তার চেয়েও বেশি কষ্ট। ডেকচির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন। যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করতে পারতো, তাহলে কোন মানুষই দুনিয়ার আরাম-আয়েশের মাঝে থাকত না।