বিগত চার বছরে লেখা, বিভিন্ন পত্রপত্রিকা ও ছোট কাগজে প্রকাশিত আমার ১৫টি প্রবন্ধ, নিবন্ধ নিয়ে প্রকাশিত হলো 'কবিতার মায়াবী প্রহর'। যা বলতে চেয়েছি, যা বলার ছিল তার সবটাই যে প্রকাশ পেল তা হয়তো বলা ঠিক হবে না। তবে চেষ্টা করেছি আন্তরিকভাবে। তিন/চারটি ছাড়া অধিকাংশ বিষয় কমবেশি আমাদের সবার পরিচিত। আমার দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, সামর্থ ও সীমাবদ্ধতার কারণে অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন। এটা খুব স্বাভাবিক বলে মনে করি। তবে বইটি সম্পর্কে মতামত জানালে সাদরে গ্রহণ করা হবে।
বইটি প্রকাশের দায়ভার গ্রহণ করায় নতুন প্রকাশনী সংস্থা 'ছায়া'র স্বত্বাধিকারী জুয়েল আহমেদ রানাকে ধন্যবাদ জানাই। সেইসাথে বিশেষভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই বিশিষ্ট কথাশিল্পী আবু সাঈদ জুবেরী ভাইকে। শুভকামনা সবার জন্য।