ব্যক্তিগত জীবনে আমার হাজারো প্রত্যাশার মাঝে বড় ধরণের একটি প্রত্যাশা ছিল সাহিত্যচর্চা করা। যাহা আমাকে বাল্যকাল থেকে কবিতা লিখতে প্রেরণা যুগিয়ে আসছিলো। পরবর্তিতে দৈনন্দিন জীবনের প্রভাব সহ নানা পেশাগত কারণে তাহা স্তিমিত হয়ে যায়। বিশেষ করে ১৯৯৫ সাল থেকে প্রবাসী জীবনে মেশার সাথে সাথে বাংলা সাহিত্য চর্চায় সম্পূর্ণ রূপে পড়ে যায় তালা। ভাষাগত ব্যবধানের কারণে হয়ে যাই অনেকটা নিরুৎসাহিত। গত ২০২২ সালে সুদীর্ঘ ৩৭ বছর পরে আমার এক বাল্যবন্ধু সুনামধন্য ব্যক্তিত্ব জনাব আব্দুর কুদ্দুস (অবসর প্রাপ্ত অধ্যাপক/চেয়ারম্যন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট) এবং অপর এক বন্ধু গুনধর ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলী হাসান শামীম (কবি/সাহিত্যিক) এর অনুপ্রেরণায় আবারো কবিতা লিখতে আরম্ভ করি এবং সাহিত্য বন্ধু শেখ মোমতাজুল করিম শিপলু'র উৎসাহে একক কাব্যগ্রন্থ বই আকারে প্রকাশ করার প্রেরণা মনের মাঝে আবার ফিরে আসে। আমার এই "হাসনাহেনা” বইটিতে রয়েছে ছড়া ও কবিতা। যাহা বিভিন্ন বিষয়বস্তুর উপরে লেখা।