কিছু বই ছেপে খুব ভালো লাগে। মনে হয় একটা ভালো কাজ হয়েছে (যদিও সেটা সত্যিই কোনো ভালো কাজ হল কিনা পরবর্তীতে পাঠকই ঠিক করেন)। 'বহে কাব্যধারা' গ্রন্থটি তৈরি হবার পর সেইরকম একটা ভালো লাগা তৈরি হয়েছিল। বাজারে কয়েক শো গ্রন্থ আছে। কিন্তু তাদের সবকটা থেকে এটা আলাদা সেটা পাঠক বইটি হাতে নিলেই বুঝতে পারবেন।
আমি চেষ্টা করেছি বইটির ভুল-ত্রুটি যতটা সম্ভব এড়াতে। অনেক সময় ও শ্রম আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে এ-সময় আমি পেয়েছি।
এই গ্রন্থটি পাঠকের ভালো লাগলে 'আমাদের গল্প' গ্রুপটি সার্থক হবে এবং পরবর্তিতে নতুন লেখদের বই প্রকাশের আগ্রহ বাড়বে বলে আমার বিশ্বাস।