কবি ও কথা সাহিত্যিক হাসান শরাফত কবিতা, ছড়া ও ঔপন্যাসের পাশাপাশি ছোট গল্পেও বেশ সিদ্ধহস্ত। গল্পের বিষয়বস্তু নির্বাচনে তার মুন্সিয়ানা লক্ষ্যণীয়। তার প্রতিটি গল্পে সমাজের নানা অসঙ্গতি ও বাস্তবচিত্র ফুটে উঠেছে।
একটি অদ্বিতীয়া গল্পে নামের মেয়েটির মতো দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত জন্ম হচ্ছে নতুন অদ্বিতীয়ার।
সামান্য একজোড়া জুতা কিন্তু এর সাথে জড়িয়ে আছে একটি পরিবারের যে ইতিহাস ও ত্যাগ তা প্রতিটি হৃদয়বান পাঠকের চোখের অশ্রুসহ হৃদয়ের রক্তক্ষরণ হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
যে শিক্ষকের আলোয় আলোকিত হয়ে সমাজের উচ্চ স্তরে আরোহন, সেই শিক্ষককে ব্যবহার করে উপরে উঠার সিড়ি খুঁজতে দ্বিধাবোধ করে না সার্টিফিকেটে উচ্চ শিক্ষিত হওয়া কিছু মানুষ যা বহুরূপী গল্পে উঠে এসেছে। কবিতার পান্ডুলিপি বগলে বয়ে প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরে বই প্রকাশ এবং অবশেষে অবমূল্যায়নের ফলে জীবন প্রদীপ নিভে গেলে মরণোত্তর প্রদীপ জ্বলে উঠার ঘঠনা ঘটেছে কবি গল্পে।