কথা সাহিত্যিক শিরীন আক্তারের জন্ম বাংলাদেশের রংপুর জেলায়। তিনি রংপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি রাজধানী ঢাকার বেগম বদরুন্নেসা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানে পড়াশুনা করেন। ১৯৮০ সালে স্বামীর কর্মস্থল খুলনায় Rotary Club এ যোগদান করেন ও মহিলাদের Inner খুলনা North এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই সুবাদে সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে পড়েন। সেবামূলক কাজ ও সংসার সন্তানদের সঠিকভাবে পরিচালনা করেও আগ্রহ নিয়ে Leather Craft Training এ অংশগ্রহণ করার পর সেখানে ট্রেইনার হিসেবে চাকুরি করেন। তিনি ২০০০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘদিন ওখানে বিভিন্ন পাবলিক স্কুলে শিক্ষকতা করেন। ২০১৭ সালে অবসর গ্রহণের পর লেখালেখির সাথে যুক্ত হন। ‘পাঁচফোড়ন’ তাঁর প্রথম প্রকাশনা। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও নাতি নাতনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে বসবাস করছেন।