আল্লাহর সৃষ্টি মহাবিশ্বের কুলকিনারা নাই,
চন্দ্র সূর্য্য গ্রহ তারা যে দিক পানে তাকাই।
কত বড় সৌরজগৎ কত বড় ব্ল্যাকহোল,
কোথায় কার সীমানা মনের মধ্যে দেয় দোল।
নক্ষত্র কত আছে মানুষ জানে কত,
চিন্তা করলে এ’সব বিষয় হই আহত।
বুঝতে পারি এইটুকু মানুষ অতিক্ষুদ্র প্রানি,
বাস কেবল এই গ্রহে হলেই হবে কত জ্ঞানি।
দান করেছে যে’টুকু জ্ঞান, সে’টাই তার সম্বল,
শক্তি আছে সেই টুকু যেই টুকু দিয়েছে বল।
পৃথিবী নামের এই গ্রহটি ফুলে ফলে ভরা,
নানান রকম উদ্ভিদ প্রানি রঙ বেরঙের ধরা।
সেই ধরা’র একটি প্রানি মানুষ যার নাম,
হিংসা বিদ্ধেষ লোভ লালসা তবু আছে সুনাম।
বিশ্বটাকে জয় করেছে উড়ছে আকাশে,
সৌরজগৎ জয় করেছে ঘুরছে চারিপাশে।
আরো অনেক উদ্ভিদ প্রানির এই জগতে বাস,
সবাই আছে জোড়ায় জোড়ায় এটাই তার নিবাস।
স্থল জল বায়ূ নামের তিনটি অবস্থান,
বেঁচে আছে এরই মাঝে নিচ্ছে উপাদান।
তাদের কিছু পরিচিতি এই পুস্তকের বিষয়,
লিখব হেথা ছন্দে ছন্দে করব মন জয়।