প্যারিসকে বলা হয় 'সিটি অব লাইট' বা আলোর শহর। এটা এমন শহর, গা থেকে যেন ঐতিহ্য ঝরে পড়ছে। এভিনিউর পাশে ক্যাফেতে বসে চেয়ে থাকলেও অভিজ্ঞতার ঝুড়ি ভরে যায়। প্যারিসের মজার বিষয়, রাত সাড়ে দশটায়ও সূর্য ডোবে না। আইফেল টাওয়ারের টপ ফ্লোরে গিয়ে চোখ মেলে তাকালে মনে হয়, ধবধবে সাদা পরীর মতো সেজে আছে প্যারিস। ল্যুভর মিউজিয়ামে আছে জগদ্বিখ্যাত শিল্পকর্ম দ্য মোনালিসা ও ভেনাস মিলো