ভালোবাসার শিশিরে গেঁথেছি মালা
অঞ্জলিতে ভরেছি শিশির ভেজা শিউলী
ভালোবাসার অজস্র শিশির দিয়ে মালা গেঁথেছি
প্রিয়তম তুমি ফিরিয়ে দিও না আমার অঞ্জলি।
এখানে আমার হৃদয়খানি দু’হাতে তুলে এনেছি
আমার সকল স্বপ্ন সাধনাকে এক সুতোয় গেঁথেছি
তোমার হাত ধরে হেঁটে যেতে চাই প্রিয় দূর অজানা
সদ্যস্নাত শুভ্র বসনে দেবীর চরণ ছুঁয়ে মোর অর্চনা।
প্রিয়তম মোর এসো হৃদয়ে মম, এ মোর প্রার্থনা
চরণে চরণ মিলিয়ে তোমায় রাখব নয়নে নয়নে
আমি যুগ যুগ ধরে প্রিয় দেখেছি তোমারে স্বপনে।
কবে শৈশবে মায়ের ছোঁয়ায় পেয়েছি ভালোবাসা
তারপর তপ্ত মরুর ধূলোয় দীর্ঘ পথচলা
জপেছি আনমনে, হে বিশ্বকর্মা দাও শক্তি ভালোবাসা
আমার সকল শক্তি সকল প্রাণ তোমাতে দিলাম প্রিয়
আমার ভালোবাসা তুমি তিল তিল করে বুঝে নিও।