মূলকথা: এ কিতাবটিতে ইতিহাস বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে বিষয় অতীত ও বর্তমান সময়ের মানুষের অবস্থাদী বর্ণনা করে। তাকে 'ফন্নে তারখি' তথা 'ইতিহাসের জ্ঞান বলে। এর উপকারিতা হলো যে, বর্তমান অবস্থাকে অতীত অবস্থার সাথে মিলিয়ে শিক্ষা গ্রহণ করা এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া।