বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যনরত শিক্ষার্থীদের তরফ থেকে যুগোপযোগী জ্ঞান, চিন্তা ও আলাপ জারি রাখার একটি অনন্য প্রয়াস শিউলিমালা একাডেমির মুখপত্র ‘ষাণ্মাসিক শিউলিমালা’। এটি বাংলা ভাষাভাষী সকল মানুষের নিকট আখলাক ও আদালতপূর্ণ সমাজভাবনাকে উপস্থাপন এবং যুগজিজ্ঞাসার জবাবকে যৌক্তিকভাবে তুলে ধরার প্রচেষ্টা করে যাচ্ছে। এর প্রতিটি সংখ্যায় জ্ঞানতত্ত্ব, ধর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে সময়ের সেরা চিন্তাবিদদের লেখা প্রবন্ধ ও অনুবাদের পাশাপাশি আছে তারুণ্যের সমাজভাবনা। আছে বই পর্যালোচনা, সিনেমা পর্যালোচনা, কবিতা ও গল্প।