Category:বয়স যখন ৮-১২: উপন্যাস
“অলিভার টুইস্ট" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
চার্লস ডিকেন্সের রচনাবলির ভেতর ‘অলিভার টুইস্ট’ সবচেয়ে জনপ্রিয়। এটি প্রকাশিত হয় ১৮৩৮ সালে। এবং আজো নানা ভাষার নানা বয়সের পাঠকের কাছে সমাদৃত।
এক দরিদ্র অনাথ বালকের জীবনগাথা এটি। কিন্তু এ যেন শুধু গল্প নয়, জীবনের পদে পদে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরা কদর্য ও নােংরা, দুঃখ-কষ্ট, যন্ত্রণা ও হতাশার ভয়াবহতায় ঘূর্ণিপাক খাওয়া এক বালকের। দুঃস্বপ্নযাত্রার বাস্তব বর্ণিলরূপ। নিঃসঙ্গ, দুর্দশাগ্রস্ত সর্বোপরি ক্ষুকাতর অলিভার দাগি অপরাধী ফ্যাগিনের হাতে নির্যাতিত হতে হতে একসময় বের করে নিজের পরিচয় তথা মুক্তির পথ।
এ ঘুণেধরা সমাজব্যবস্থা এবং সামাজিক অনাচারঅবিচারের হুবহু চিত্র আঁকতে গিয়ে ডিকেন্স যেন বলেছেন, ‘এগুলাে আমাকে আলােড়িত করেছে, সবকিছুই তুলে ধরলাম, আশা করি আপনাদেরও ভাবাবে।”
Report incorrect information