আকর্ষণীয় চাবির রিং ফ্রি! এক নজরে কুরআন নিলেই চাবির রিং পাচ্ছেন KEYRING কোড ব্যবহারে!
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বিবাহ বা বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে ধর্মীয় বা কৃষ্টি ভেদে বিবাহের সংজ্ঞায় তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিপরীত লিঙ্গের দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও শারীরিক সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। বিশ্বের সকল ধর্ম বা সংস্কৃতি অথবা নৃতাত্ত্বিক আচারে, যে কোন প্রকারের শারীরিক সম্পর্ক গড়ে তোলার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করা হয়। এক কথায়, বিবাহ হলো দুটি নর-নারীর মনোদৈহিক সম্পর্কের একটি বৈশ্বিক স্বীকৃতি ও সর্বজনীন সংস্কৃতি। একে প্রায়শই একটি চুক্তি হিসেবে দেখা হয়। সাধারণত সকল সমাজে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় অথবা ধর্মনিরপেক্ষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বৈবাহিক কার্যক্রম সাধারণত দম্পত্তির মাঝে সমাজ-স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে এবং এর মাধ্যমে তারা বৈধভাবে স্বেচ্ছায় সন্তানাদি জন্ম দিতে পারে। বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়, যা বৃহত্তর সমাজ গঠনের একক। এছাড়া বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়। বিবাহের মাধ্যমে পরস্পর সম্পর্কিত পুরুষকে স্বামী (পতি) এবং নারীকে স্ত্রী (পত্নী) হিসাবে চিহ্নিত করা হয়। স্বামী ও স্ত্রীর যুগল জীবনকে "দাম্পত্য জীবন" হিসেবে অভিহিত করা হয়।
Report incorrect information