সরকারি চাকুরিজীবী ইভা মরিয়ম’র সাহিত্য সংস্কৃতির প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। ভালোবাসা থেকেই শত ব্যস্ততার মধ্যেও তিনি লেখালেখি করে থাকেন। সাহিত্যের সব শাখাতেই রয়েছে তার স্বতঃস্ফূর্ত বিচরণ। কবিতা, গল্প ও উপন্যাস লিখে ইতিমধ্যে ব্যপক পাঠক প্রিয়তা পেয়েছেন তিনি। লেখিকার একটি সমকালীন উপন্যাস ‘বান্ধবী’। কর্মজীবি তিন বান্ধবীর জীবনযুদ্ধ ও সামাজিক টানাপোরেনের বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে এর পরতে পরতে।