1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 450TK. 339 You Save TK. 111 (25%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে শেষ করলে বেশি উপকৃত হবে। কারণ, বইটিতে লেভেল মেইন্টেন করে সহজ থেকে জটিল টপিকের আলোচনা পর্যায়ক্রমে করা হয়েছে। Common European Framework (CEFR) এর নির্দেশনা মোতাবেক লেভেল অনুযায়ী সাজানো হয়েছে। তবে যাদের ইংরেজি ভাষা বিষয়ে মোটামুটি ধারণা রয়েছে (মাধ্যমিকের শিক্ষার্থীরা) তারা প্রয়োজন মোতাবেক যেকোনো অধ্যায় পড়তে পারে। উল্লেখ্য, প্রত্যেকটি অধ্যায় উদাহরণ, বিশ্লেষণ এবং পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ (Self-sufficient) করে সাজানো হয়েছে।
বইয়ের শুরুতে সূচিপত্র (Contents), এবং শেষে বিষয়—নির্ঘণ্ট (Index) দেওয়া রয়েছে। সেখানে থেকে প্রয়োজনীয় অধ্যায় কিংবা বিষয়টি পড়ে নিতে পারবে।
প্রতিটি অধ্যায়ে আলোচনা অংশের পর অনুশীলনী (Exercise) সেট করা হয়েছে। বইয়ের শেষ দিকে উত্তরমালা (Answer Keys) যুক্ত করা হয়েছে। একা একা বা শ্রেণি শিক্ষকরে সহযোগিতায় সেখান থেকে নিজে উত্তর মিলিয়ে নেওয়া যাবে।
যদি তুমি নিশ্চিত হতে না পারো যে, তোমার কোন অধ্যায় পড়া উচিৎ কিংবা কোন অধ্যায় থেকে পড়া শুরু করা উচিৎ তবে এই বইয়ের শেষের দিকে Study Guide দেওয়া আছে। সেখানে প্রশ্নগুলোর সমাধান করা শুরু করো। সমস্যায় পড়লে সংশ্লিষ্ট অধ্যায় থেকে ঘুরে আসো।
এই বইটি তোমাকে ব্যকরণবিদ (Grammarian) বানাবে না, বরং ইংরেজি ভাষাকে ভাষা হিসাবে ব্যবহার (Use) করতে সহযোগিতা করবে ইনশাল্লাহ।
ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি
ক্যাডেট কলেজ এর ভর্তি পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে তা স্পষ্ট হবে। ইংরেজি বিষয়েও আমূল পরিবর্তন এসেছে। সরকারের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে ক্যাডেট কলেজগুলো ভর্তি পরীক্ষায় মুখস্থ নির্ভরতা কমিয়ে ইংরেজি ভাষার ব্যবহারিক দিকে গুরুত্ব প্রদান করেছে। এখন শহর কিংবা গ্রামের, ধনী কিংবা সাধারণ কৃষকের সন্তান যে কেউ চাইলে এই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবে। টেক্সবুকগুলো খুটিয়ে খুটিয়ে পড়তে হবে। বইয়ে প্রদত্ত কাজগুলো ভালোভাবে বুঝে বুঝে সম্পন্ন করতে হবে। এবং ইংরেজি টেক্সটবুকে প্রদত্ত গ্রামারই যথেষ্ট। সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। বইয়ের প্রত্যেকটি শব্দের অর্থ জানতে হবে ও সেগুলোকে বাক্যে প্রয়োগ করতে পারতে হবে। গ্রামারের মৌলিক নিয়ম—কানুন প্রয়োগ করে স্বাধীনভাবে ছোট ছোট বাক্য গঠন করতে পারতে হবে। তোমার যোগ্যতা অনুযায়ী ছোট ছোট বাক্য লেখার এবং বলার চর্চা করতে হবে। গাইড বা অন্য কোথাও থেকে জটিল এবং কঠিন বাক্য মুখস্থ করার অভ্যাস বাদ দিতে হবে। এই বইটি এ ক্ষেত্রে খুবই সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, আমরা এই বইয়ের সবগুলো Tense না শিখিয়ে শুধুমাত্র তোমার জন্য প্রয়োজনীয় Tense গুলোই শিখিয়েছি। এইগুলো তোমার লেভেলের ছেলেমেয়েদের Writing এবং Speaking এর জন্য সহায়ক। গ্রামারের অন্য টপিকগুলো তোমার লেখায় এবং বলায় সাবলীলতা বাড়াতে সাহায্য করবে।
গ্রামারের নিয়ম বর্ণনা করার সময় আমরা খুব সহজ ইংরেজি ব্যবহার করেছি। যেটা তোমার ইংরেজি পড়ার অভ্যাস বৃদ্ধিতে সহায়ক হবে। আর একটা কথা, জটিল নিয়ম পরিহার করে কার্যকর নিয়মগুলো আলোচনা করেছি। যেগুলো লেখায় ও বলায় বেশি বেশি কাজে লাগে সেগুলোই কেবল এই বইয়ে আলোচনা করেছি। তোমরা গত বছরের ইংরেজি প্রশ্ন ভালো করে পর্যবেক্ষণ করলে আমার এ বক্তব্যের গুরুত্ব বুঝতে পারবে।