পরনারী উপন্যাসের নায়ক আলম জীবন চলার পথে সেজুতি নামে এক বিবাহিতা নারীর সাথে আকস্মিকভাবে প্রেমে জড়িয়ে পড়ে। ধর্মীয় বৈষম্য এবং সেজুতির স্বামী, সন্তান কোনো কিছুই উভয়ের প্রেমের পথ রোধ করতে পারে নি বটে: কিন্তু পরকীয়া প্রেম যে অনৈতিক সেই উপলব্ধি এক সময় নায়কের মনে প্রচণ্ড দহন সৃষ্টি করে এবং উপলব্ধি করতে পারে সেজুতির স্বামীর অবস্থানে সে থাকলে তার মানসিক অবস্থা কি হতো। সেই অন্তর্দগ্ধ ও আত্মা উপলব্ধি থেকে নায়ক এক সময় পরিত্রাণের পথ খুঁজে
Report incorrect information