ঈমানের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাঃ বলেছেন, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব গ্রহণ করা হবে। তাই সঠিকভাবে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না। নামাজ শেখার জন্য বাংলাভাষায় বিশেষজ্ঞ আলিমগণ অনেক বই লিখেছেন। মাশা-আল্লাহ। এসব বই যেমনি তথ্যপূর্ণ তেমনই বিস্তারিত। তবে আমরা চেয়েছি, সহজে ও সংক্ষেপে নামাজের প্রয়োজনীয় বিষয়গুলো সচিত্র তুলে ধরতে যেন একজন সাধারণ মুসলিম বা নওমুসলিম ভাই খুব সহজে নিজে নিজে সালাত আদায়ের পদ্ধতি বুঝতে পারেন। এ উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই বইটি সাজানো হয়েছে। নামাজের পূর্ব প্রস্তুতি ও পূর্ণাঙ্গ নামাজ আদায়ের পদ্ধতি ধাপে ধাপে আমরা চিত্রসহ এই বইয়ে তুলে ধরেছি। পাশাপাশি বিভিন্ন অধ্যায়ের শেষে সাধারণ জিজ্ঞাসা নামে একটি অংশ যুক্ত করা হয়েছে।