আলাদিনের জাদুর প্রদীপ
আলাদিন ছিল এক দর্জির অলস ছেলে। সে কোনো কাজ করত না। একদিন এক জাদুকর এসে বলে সে আলাদিনের চাচা। সে আলাদিনকে এক গুহায় নিয়ে যায়। সেখানে এক জাদুর প্রদীপ ছিল। জাদুকর তা এনে দিতে বলে। আলাদিন তা দিতে অস্বীকার করলে জাদুকর তাকে গুহায় আটকে চলে যায়। আলাদিন জাদুর প্রদীপ পায় এবং অনেক ধনী হয়ে যায়। সে একদিন রাজকুমারীকে দেখে তাকে বিয়ে করতে চায়। সে তার মাকে অনেক উপহার দিয়ে রাজার কাছে পাঠায়। রাজা খুশি হয়ে আলাদিনের সাথে রাজকুমারীর বিয়ে দিলেন। অবশ্যি উজির তার ছেলের সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে চেয়েছিলেন। একদিন জাদুকর আলাদিনের প্রাসাদে এলো। কৌশলে সে রাজকুমারীর কাছ থেকে প্রদীপ নিয়ে নিল। তারপর জিনকে দিয়ে রাজকুমারী ও আলাদিনের প্রাসাদ আফ্রিকায় নিয়ে গেল। আলাদিন তার আংটির দৈত্যের সাহায্যে জাদুকরকে খুঁজে বের করল। সে জাদুকরকে হত্যা করে তাদের ফিরিয়ে নিয়ে এলো। সে রাজকুমারীকে নিয়ে চীনে ফিরে এলো এবং জিনের সাহায্যে চীনের রাজা হয়ে গেল।