এই বইয়ের গল্পগুলো নিছক আনন্দ বা চিত্রকল্পের নয়। প্রতিটি গল্প আলাদা আলাদা আদলে লেখা হয়েছে বাস্তব জীবনের সাথে মিলিয়ে। গল্পগুলো শিশুদের মননে নতুন আনন্দ সঞ্চয়নের সাথে বৃদ্ধি করবে জানার কলেবর। বোধ বিকাশের বেদিকে করবে শৃঙ্খলিত। ভাবনার জমিনে রুয়ে দিবে নতুন দিগন্ত। কল্পনার সমুদ্রে জাগাবে নতুনত্বের স্বপ্নচর। চারপাশের পরিবেশকে নিজের মতন করে ভাবতে শিখাবে। মানসিক শক্তিতে বলীয়ান হয়ে উঠতে সহায়তা করবে। অনাকাঙ্ক্ষিত কৌতূহল ও ভয়কে সহজ করে নিতে সহায়ক হবে গ্রন্থিত গল্পসমূহ। গল্পগুলো যথেষ্ট শিশুসচেতনা নিয়ে লেখা হয়েছে।