স্বাধীনতার কবি
বাংলাদেশের স্বাধীনতার কবি শামসুর রাহমান বাংলা কাব্যজগতে এক জ্যোতিষ্ক হয়ে আছেন। তাঁর সমসাময়িককালে তিনিই ছিলেন উভয় বাংলার শ্রেষ্ঠ কবি। বাংলাদেশে আধুনিক কবিতার ধারা তিনিই সূচনা করেছেন।
স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার। স্বৈরশাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে প্রতিবাদ করে চাকরি হারিয়ে বেকারত্ব গ্রহণ করতে দ্বিধা করেননি। তাঁর এই প্রতিবাদী ভূমিকার কথা রয়েছে এই বইয়ে ।
তিনি স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রুপ করে 'হাতির শুঁড়' নামে একটি কবিতা লিখেছেন। সাহস করে আর একটি কবিতা লিখেন বঙ্গবন্ধু যখন কারাগারে বন্দি। বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে কবি শামসুর রাহমান একটি অসাধারণ কবিতা 'টেলেমেকাস' লিখেন।
প্রবাসে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন লেখক। বাংলাদেশে চলমান সে আন্দোলনে কবি শামসুর রাহমান কবিতায়,