এক রাতে মিনার দাদি মিনা আর রাজুকে আলাদিনের জাদুর প্রদীপের গল্প বলছিলেন। প্রদীপে ঘষা দিলেই দৈত্য এসে হাজির হতো এবং আলাদিনের ইচ্ছে পূরণ করত। সেই গল্প শুনে মিনা বলল, 'ইস! আমার যদি একটি জাদুর প্রদীপ থাকতো তাহলে আমিও দৈত্যকে বলতাম আমাদের সবার স্বাস্থ্য ভালো করে দিতে।'
দাদি বললেন আলাদিনের একটি জাদুর কার্পেটও ছিল। সেটাতে চড়ে আলাদিন এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারত। শুনে মিনা বলল, 'আমার একটা জাদুর কার্পেট থাকলে আমরাও অনেক কিছু দেখতাম, অনেক জায়গায় যেতে পারতাম।'
সেই রাতে মিনা স্বপ্ন দেখতে লাগল সে, মিঠু আর রাজু জাদুর পাটিতে চড়ে উড়ে বেড়াচ্ছে।
হঠাৎ মিনা দেখতে পেল একটি ছেলে কাঁদছে। তারা যেখানে সেখানে মলত্যাগ করছে। চারদিকে রোগ ছড়িয়ে পড়ছে।
নদীতে মল-মূত্র পড়ছে আর গ্রামের ছেলেমেয়েরা সেই পানি মুখে দিচ্ছে, গোসল করছে। তাই দেখে মিনা বলল, 'ওরা সবাই অসুস্থ হয়ে পড়বে।'