আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
- এঃ! আয় না! লাফ দিয়ে কাছে যায় নান্টু। ওর শরীরে এখন যথেষ্ট শক্তি হয়েছে!
- এই থাম! থাম! করিস কী তোরা? মধ্যে দাঁড়ালো মণিভাই। মণিভাইয়ের ওপর মনে মনে চটে যায় নান্টু। সেদিনের শোধটা আজ তুলে নেয়া যেত। তা, মণিভাই কিনা...নাঃ। মণিভাই একটা যা তা! ..... আর ....আহা! কী পার্টটাই না তাকে দিয়েছে! গোলাম হোসেন! মানে নবাবের গোলাম।
একঘর লোকের সামনে চেঁচিয়ে গলা ফাটিয়ে বলতে হবে, বাংলাকে ভালবেসে আমি বাংলার নবাবকে ভালবেসে ফেলেছি। বিচ্ছিরি, যাচ্ছে তাই ব্যাপার! শুধু কি তাই? শেষে এক সিনে চাবুকের ঘা পর্যন্ত খেতে হবে ওই নবাববেশী বিল্লুটার জন্য। কারণ নবাব পালিয়ে গেলে, সে জেনেও তা স্বীকার করবে না বলেই তার ওপর পড়বে সপাং সপাং চাবুকের ঘা!
Report incorrect information