কবিতা কথামালার সমাহার। যখন কবিতার মাধ্যমে আমরা কোনো একটি বিষয়ের চিত্র তুলে ধরতে চাই, তখন তাতে থাকতে হবে। সেই বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, থাকবে মাধুর্যমণ্ডিত অলংকার, যা পাঠককে কাছে টানবে, আকৃষ্ট করবে, মুগ্ধ করবে এবং কবিতা পাঠের প্রতি আগ্রহী করবে। অধিকাংশ কবিতার ক্ষেত্রে তা হয় না। কবিতায় কেবল কথামালার সমাহার থাকে-থাকে না প্রাণ, থাকে না শিক্ষণীয় বিষয়বস্তু, থাকে হয়তো রসকষহীন ভাষার ব্যবহার।
আমার কবিতার ভান্ডারে পাণ্ডিত্য নেই। অতি সহজ সরল ভাষায় আমি কবিতাগুলোতে আল্লাহ, তাঁর অসীম দয়া ও অফুরন্ত সৃষ্টির বিস্তারিত বর্ণনা দেবার চেষ্টা করেছি। তাঁর প্রিয় হাবীব রাসূলে পাক (সাঃ) নিজ উম্মতের সাফায়াতের যে দায়ভার নিয়েছেন তাঁরই কৃতজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বিশ্ব মুসলিম সমাজ যাতে প্রতিনিয়ত দরূদ ও সালাম পড়ে সে জন্য বিনীত অনুরোধ করছি। যদি ধৃষ্টতামূলক কিছু লিখে থাকি তবে সহয় পাঠক নিজগুণে ক্ষমা করে দেবেন।
Report incorrect information