প্রেম, ভালোবাসা, মায়া নিয়েই সৃষ্টি বিশ্বব্রহ্মান্ড। প্রেম দিয়েই সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের হৃদয়ে মহব্বত নামক ব্যাধিই মানুষকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে। প্রেম, ভালোবাসা, মায়া ও মহব্বত না থাকলে হয়তো পৃথিবী নামক গ্রহটি ধ্বংস হয়ে যেতো অনেক আগেই। প্রেম দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকেও পাওয়া যায়।
মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান ও পরিবারের মায়ায় মানুষ সবকিছু ত্যাগ বা অর্জন করতে পারে। জন্ম যেখানেই হোক, প্রতিটি জন্মই পবিত্র ; প্রতিটি জন্মই মানুষ বা সৃষ্টি জগতের সব জীবকে পরম সুখ ও আনন্দ দেয়। কেবল মানুষই অন্যান্য সৃষ্টিকে পরম মমতায়, ভালোবাসায়, মায়ায় ও যত্নে আগলে রাখে। প্রত্যেক মানুষই জানে এই সৃষ্টি জগতে তার বেশিদিন থাকা হবে না, তারপরও এই মায়ার বাঁধনে জড়িয়ে সে সবার সাথে আরো দীর্ঘ সময় বেঁচে থাকতে চায়।
প্রেম, ভালোবাসা, মায়া ছাড়া পৃথিবী অচল। প্রেমহীন হৃদয়, মৃত বৃক্ষরাজির মতোই। প্রেম দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব। প্রেম, ভালোবাসা ও মায়া অবিনশ্বর। আসুন, আমরা মায়া ছড়াই...