আরবি একটি অত্যন্ত সুশৃংখল ও সূত্রবদ্ধ ভাষা। এটি শিখতে গিয়ে নিয়মের চক্করে পড়ে ঘোরাঘুরি করে অবশেষে হাল ছেড়ে দেয়াটা খুব অস্বাভাবিক নয়। আমার ব্যক্তিগত প্রচেষ্টার ফলও একসময় এমনই ছিল।
প্রচলিত কোর্স বা বইগুলোর মূল অসুবিধা হল, অধিকাংশ ক্ষেত্রেই তা শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক নয়। ফলে আরবি ভাষা শিখতে গিয়ে একজন ছাত্র যেসব সমস্যা, চিন্তা পদ্ধতি ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সেসব প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিবেচনার বাইরে রয়ে যায়।
তবে আরবি ভাষা ও ব্যাকরণের জ্ঞান যে সহজে আয়ত্ত করা সম্ভব, সেটা এই বইয়ের সম্পাদক ও আমার শ্রদ্ধেয় শিক্ষক, ড. মাহমুদুল হাসান ইউসুফ স্যার এর কোর্স করার সুযোগ না হলে হয়ত আমার জন্য অজানাই রয়ে যেত।