আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
বাংলাদেশের সংস্কৃতিতে ছড়া ও কবিতার মাঝামাঝি একটি ধারা চালু হয়েছে। প্রচলিত কথায় এর নাম কিশোর কবিতা, কিশোরী ও তরুণীরাও বাদ যাবার কথা না, ফলে এর নাম হওয়া উচিত বয়ঃসন্ধির কবিতা ।
সৌভাগ্যক্রমে বাংলাদেশে কিশোর কবিতার প্রথম যে সংকলনটি প্রকাশিত হয়েছিল আমি ছিলাম তার সম্পাদক মণ্ডলির একজন, বন্ধু ওমর কায়সার, উত্তম সেন দু'জনই কবি ও ছড়াকার, উত্তম নামজাদা আঁকিয়ে ও প্রচ্ছদশিল্পী। তাদের উৎসাহ উদ্দীপনায় তিনজন মিলে 'ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে' নামে সে কিশোর কবিতা সংকলনটি এখন নিজেই এক ইতিহাস।
ফলে, এ ধরণের পদ্য লেখার একটা দায়িত্ব আছে বৈকি, মগজে থাকলেও লেখা হয়নি, লিখলেও বই হয়নি। এবার তরুণ প্রকাশক মিঠু কবিরের প্রচেষ্টায় তা আলোর মুখ দেখছে। পরিবার ও সমাজে সবচেয়ে অবহেলিত অথবা বুঝতে না পারা প্রজন্ম এরা। এদের মনোভাব, এদের সুখ দুঃখ ধরতে পারা সহজ কিছু নয়।
তবু চেষ্টা করা হলো, দেখা যাক এর পাঠকপ্রিয়তা কতদূর গড়ায় ।