ইসলামে এবাদতগুলোকে সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে। যেমন সূর্যোদয়ের
আগে ফজরের সময়। সূর্য ঢলে যাবার পর জোহর। সূর্যের আলো পীতবর্ণ ধারণ করলে বা ছায়া দু'গুণ হলে আসরের সময়। সূর্য ডুবে গেলে মাগরিবের সময়।
আকাশে তারাগুলো ছড়িয়ে পড়ে যখন ঝলমল করবে, তখন এশার সময়। মোটকথা, সারাদিনের এবাদতগুলো সূর্যের সাথে সম্পৃক্ত। এতে করে মানুষের
জন্যে অনেক সহজ হয়ে গেলো। ঘড়িরও দরকার নেই। মানুষ সাগরে হোক, মরুতে হোক, শহর বা জনমানবহীন এলাকাতেই হোক, সূর্যের হিসাবমতো বস্তুর ছায়া দেখে নামাজ আদায় করে নিতে পারবে। আল্লাহতাআলা নামাজগুলোকে দিনের নির্ধারিত সময়ের সাথে নির্দিষ্ট করে দিয়েছেন।
আল্লাহতাআলা বলেন-