কবিতা মানে ‘continuous overflow of powerful feelings’ তাই কবিতা লিখতে হলে অন্তর্দৃষ্টি সম্পন্ন গভীর চিন্তা চেতনার মানুষ হতে হয়। কবি হৃদয়ে জমে থাকা বহুমুখী প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ভাবনা ও চিন্তাগুলোকে আরো সুন্দরভাবে পাঠকের মাঝে উপস্থাপন করাই একজন সার্থক কবির কাজ। কবি ফজলুল হক তেমনই একজন চিন্তাশীল ব্যক্তিত্ব। ‘মহাপ্রাণ’ কাব্যগ্রন্থে তিনি বিভিন্নমুখী চিন্তাশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। প্রকৃতির বিভিন্ন উপাদানকে খুব কাছে থেকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধিকে সুচিন্তিত শব্দচয়নের মাধ্যমে কাব্যরূপ দিয়েছেন।
প্রেম শাশ্বত যা সবার মাঝেই বিরাজমান। সেই শাশ্বত প্রেমকে তিনি মনের মাধুরী দিয়ে বাস্তবতার নিরিখে পাঠককূলের সামনে উপস্থাপন করেছেন। কবিতায় তিনি আধ্যাত্মিকতা নিয়েও কাজ করেছেন। কবিতাপ্রেমিক পাঠকের কাছে কাব্যগ্রন্থটি এক নতুন স্বাদের যোগান দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কবি ফজলুল হক নতুন নতুন লেখনীর মাধ্যমে সাহিত্যসম্ভারকে আরোও সমৃদ্ধ করুন এই কামনা করি।