Category:বয়স যখন ৮-১২: ধর্মীয় বই
"ছোটদের ইমাম বুখারী (রহ.)" বইয়ের সংক্ষিপ্ত কথা”
আগুনকে আর কতক্ষণ ছাই চাপা দিয়ে রাখা যায়? একটু বাতাস লাগলেই সে আগুন সবার নজরে আসে। তার ভেতরে প্রতিভার ছাই চাপা আগুন সবার নজরে উদ্ভাসিত হলো। মানুষ অবাক হয়ে তার কথা শোনে। কাছে গেলে মনে হয় যেন আকাশের চাঁদের চেয়ে বড় কিছু পেয়ে গেছে। তার কাছ থেকে জ্ঞনা লাভের জন্য দলে দলে লোক ছুটতে লাগলো। সে দলে থাকে ছেলে-বুড়ো সবাই। তিনি আর কেউ নয়, আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইসমাইল বুখারী। যিনি সংকলন করেছেন হাদীসের সবচেয়ে জনপ্রিয় এবগ সহীহ কিতাব ‘সহীহ বুখারী’। আর এই বইটিতে গল্পের ঢঙে সেই মহান মানুষটির জীবনীকেই তুলে ধরা হয়েছে ছোটদের জন্য।
Report incorrect information