ওয়া আম্মা— মান খা—ফা মাক্বা—মা রাব্বিহী ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ফাইন্নাল জান্নাতা হিয়াল মা’ওয়া।
অর্থঃ যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজের নফসকে মন্দ কামনা বাসনা থেকে বিরত রেখেছে, জান্নাতই হবে তার আশ্রয়স্থল। (সূরা—নাযিয়াত, আয়াত—৪০ ও ৪১, পারা—৩০)।
আল্লাহ তা’আলা কি বিস্ময়কর শব্দ বলেছেন! তিনি বলেছেন, যে ব্যক্তি তার পরওয়ারদিগারের সামনে দাঁড়ানোকে ভয় করলো যে, আমাকে একদিন আমার প্রভুর সামনে দাঁড়াতে হবে তখন কোন মুখ নিয়ে তাঁর সামনে দাঁড়াবো। আর এই ভয় তার এতো তীব্র হলো যে, এই ভয়ের ফলে সে তার নফসের অবৈধ চাহিদা পূরণ করা থেকে বিরত থাকলো, তাহলে এমন ব্যক্তির আশ্রয়স্থল হবে জান্নাত। এমন ব্যক্তির জন্যই জান্নাত তৈরি করা হয়েছে। এজন্যই বলা হয়েছে যে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করুন, এর ফলে নাজায়েজ কামনা বাসনার উপর আপনার দৃষ্টি পড়বে না, আপনি অন্যায় করা থেকে বিরত থাকবেন। পরিণতিতে জান্নাত লাভ হবে।