আশির দশকে স্বাধীন বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের ভিডি ধাঁরা গড়ে তুলেছিলেন, আব্দুল্লাহ এইচ কাফি তাঁদের অন্যতম। সেই শুরু থেকে আজ পর্যন্ত এই খাতের সব কর্মকান্ডে একইভাবে সম্পৃক্ত থেকে কম্পিউটার-প্রযুক্তিকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াসহ তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়ন ও বিশ্ববাজারে বাংলাদেশকে পরিচিত চত করে তুলতে তাঁর কার্যকর ভূমিকা আগ্রগণ্য। দীর্ঘ ৪৩ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে দেশে-বিদেশে তুলে সমিতির হাঁটা শেখানোতে রেখেছেন বিশেষ অবদান। সৎ, বিনয়ী, তদ্র, প্রায়োগিক, সত্যবাদী, প্রতিশ্রুতি পালনে সদা উন্মুখ, আদর্শবান ব্যক্তি আব্দুল্লাহ এইচ কাফি। প্রিনি বাংলাদেশের একজন সত্যিকারের করিৎকর্মা হরে বিশ্বনন্দিত। 'তথ্যপ্রযুক্তির নায়ক' সিরিজের দ্বিতীয় বই তথ্যপ্রযুক্তিণর নায়ক আব্দুল্লাহ এইচ কাফি। দেশের তথ্যপ্রযুক্তিতে ও অবদান রেখেছেন, এমন ১০ জনকে দিয়ে এই উদ্যোগ। এই ১০ ব্যক্তি হচ্ছেন তাঁরাই, যাঁদের হাত ধরে আজকের আর্টে বাংলাদেশ।