ভূমিকা উন্মাদ বিষয়ক এ লেখা এক সময় ধারাবাহিক ভাবে ছাপা হত সাপ্তাহিক অন্যদিনে। তখনও কেউ এ লেখাগুলো পড়ে ভালো বলে নি। গ্রন্থকারে পড়েও যে ভার বলবে সে সম্ভাবনাও কম! তাহলে এই গ্রন্থ কেন? এর উত্তর প্রকাশকের কাছে ! তবে না, যারা উন্মাদের পাঠক, মাঝে মধ্যে উন্মাদ কিনে পড়ে কাঁদে, তাঁদের উন্মাদ সম্পর্কে কৌতুহল কিঞ্চিৎ হলেও মিটতে পারে।