ওই যে হাট-বাজারে মিলিত কণ্ঠস্বর গমগম করছে ওখানে কান পাতলে শোনা যাবে খেটে খাওয়া মানুষের ব্যর্থতার কথা। অতি প্রয়োজনীয় রকমারি দ্রব্য তাদের নাগালের বাইরে।
একজন মা কম দামে চার কেজি চাল কেনার জন্য রোদে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। আড়াই শো গ্রাম মাংস কেনার জন্য কেউ বা ঘোরে দোকানে দোকানে। অথচ অহরহ শোনানো হচ্ছে মাথাপিছু আয় বেড়েছে। এসব চিত্র তুলে ধরা হয়েছে ‘ফুল আর ফুলকি’ ছড়াগ্রন্থে। এই বইতে আছে জীবন থেকে নেওয়া আদর্শের কথা। বিভিন্ন ছড়া, বিশেষ করে ছয়পদী ছড়াগুলোতে আর্থ-সামাজিক, রাজনৈতিক অসংগতির ছবি আঁকা হয়েছে।