আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
হায় বোধ! নান্দনিক চিত্তে করে ভর কে যেন করেছে কাকে পর! পরিমিত ভূমের ভেতর আপন মনে গড়ে তুলেছো আপন শেকড়।
সহজাত প্রবৃত্তির চাপ লেগে বোধের জগৎ কোথায় গেছে ভেগে সচেতন অপরাধের পর কে শাপে শোকে? লেলিহান কুকুরের মতো দুষ্প্রাপ্য ভোগে!
কোন বোধ করে এমন মন্ত্র পাঠ? চেতন নায়েক এসে যে, কাঁপায় মাঠ তার পরিণতি লাভ হয় কি হেসে? মৃত্যুর জালে জড়ায় তাকে, কর্ম শেষে।
চাহিদার যোগান নিশ্চিত হবে কার কবে অপেক্ষার দান পেতে, অপেক্ষায় বোধ রবে খাদ্য-ঘুম-মৃত্যু- যৌনতা'র পরে আর কার চাহিদা বাকী থাকে ধরায় আবার!