মোহাম্মদ কাদির। আমি বৃটেনে বসবাসরত একজন বাংলাদেশী/বৃটিশ নাগরিক। আমার শিক্ষাজীবন মূলত বাংলাদেশে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর [এম,এ (বাংলা) এবং এল,এল,বি] ডিগ্রি সমূহ লাভ করার পর বৃটেনে আসা অবদি একজন আইনজীবি হিসেবে মৌলভীবাজার জেলা বারে কর্মরত ছিলাম ৷ বৃটেনে অক্টোবর, ১৯৯৬ সাল থেকে নিবন্ধিত সমাজ কর্মী হিসেবে স্থানীয় সরকারের অধীনে আমি একজন সরকারী চাকুরীজীবি। বর্তমানে একটি শাখায় সহকারী ব্যবস্থাপক এবং নিবন্ধিত শিক্ষাবিধ এর দায়িত্বরত। বাংলাদেশে আমার স্থায়ী নিবাস হচ্ছে মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার সরিয়া নামক একটি গ্রামে যেখানে আমি ১লা জানুয়ারী ১৯৬১ সালে জন্মগ্রহণ করি। আমার পুরো নাম মোহাম্মদ আব্দুল কাদির। যদিও “হাসনাহেনা” আমার প্রথম কাব্যগ্রন্থ, এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ।