অহিদুল ইসলাম খোকা
কবি মূলত চিন্তক, স্বভাবতই ভাবুক।
অল্পভাষী, অল্পাহারী কিন্তু সর্বভুক (হালাল)। জন্মেছেন ১ জুলাই ১৯৯৬ সালে, বাংলাদেশের একমাত্র পাহাড়িদ্বীপ মৈনাকে। শৈশব কেটেছে মৈনাকেই। কৈশোর কেটেছে রাউজানে। মূলত রাউজান আরআরএসি সরকারি মডেল হাই স্কুল এবং রাউজান সরকারি কলেজ থেকেই যথাক্রমে কৃতিত্বের সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। অতঃপর, যৌবনের উদ্দাম সময়গুলো কেটেছে সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কবি সেখান থেকে প্রথম শ্রেণিতে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেছেন। ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব এবং রাজনীতি কবির অন্যতম চর্চাক্ষেত্র।