আকাশের ঐ নীল ক্যানভাসে সাদা মেঘেদের ভেলা
বুনো হাঁস উড়ে চলে বলাকার পিছে
রক্তরাগে সিঞ্চিত হয় হৃদয় অজানা শিহরণে ।
কাব্য কথায় শব্দের খেলা, রঙধনুতে রঙের মেলা
কন্ঠে পরা নীল মণিহার, সঞ্চিত কষ্টের আধার
সমুদ্রের ঢেউয়ে মিশে যায় মোহনার ভালোবাসা
কত কূল ভেঙেছে নদী চলার পথে
বুঝবে না তো কেউ যে তা ।
ভগ্ন হৃদয়ে তবুও জমে পলিমাটি, জাগে নতুন চর
আশাহত মানুষের দু চোখে আবার নতুন স্বপ্ন
নতুন বেদনার শঙ্কা নিয়েই বেঁচে থাকার লড়াই ।
বেদনারা পথ হারায় জমে উঠে বিন্দু বিন্দু করে
নীল পাথরে , গড়ে উঠে নীল মণিহার ।
সে হার কন্ঠে জড়িয়ে শুসে নেই কষ্ট সব
আমার ক্যানভাসে কষ্টেরা খেলা করে
অতি যতনে শোভা বাড়ায় রূপের ছটায়
আমার আলোতে আলো ছড়ায় নীল মণিহার ।
কাব্যগ্রন্থ – “নীল মণিহার”