বাংলাদেশের একজন তরুণ কবি জান্নাতুল নাইম সুদূর কানাডাতে বসবাস করেও পেশাগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা করে যাচ্ছেন নিরলসভাবে। প্রবাস জীবনের নিদারুণ নাগরিক জীবন, পেশাগত জীবন ও পারিবারিক জীবন এত এত ব্যস্ততা কাটিয়ে দেশের মাটি ও মানুষকে প্রতিনিয়ত অনুভব করেন; যা তাঁর কবিতায় অত্যন্ত চমকৎকারভাবে ফুটে ওঠেছে।
কবি জাসমিনা খাতুন ভারতের একজন জনপ্রিয় কবি। তিনিও দারুণ লেখেন। ইতিমধ্যে তাঁরও গ্রন্থ প্রকাশিত হয়েছে।
দুইজন কবি দুই দেশের কিন্তু মুখের ভাষা এক। কবি লেখকদের যদিও কোন দেশের বর্ডার বা কাঁটাতার প্রতিবন্ধক নয়। সারা পৃথিবীটাই একটি দেশ বা গ্রাম, এটাই কবি জীবনের ব্রত।
দুইজন দুই দেশে অবস্থান করছেন, বই প্রকাশিত হচ্ছে অন্য একটি দেশ থেকে। তিনটি দেশের কৃষ্টি, প্রথাগত নিয়ম, জীবন যাপন আলাদা হলেও মনে ও মগজে একই সুতোয় গাঁথা বলে মনে করি।
পরিশেষে, বাংলা ভাষা বাংলাদেশ, ভারত ও কানাডা হয়ে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। পাঠকের উৎসাহ কবিদের আগামীর পথ চলা দীর্ঘ ও সুগম করবে। বইটির পাঠকপ্রিয়তা পাবে, সেই প্রত্যাশা করি। দুইজন কবির জন্যই শুভকামনা।