তাসাওউফের প্রকৃত কাজ হলো, চরিত্রকে শোধরানো এবং অভ্যন্তরীন স্বভাবগুলোর সংশোধন করা । বইটিতে তাকী উসমানীর ইসলাম আওর হামারে জিন্দেগী হতে সম্পূর্ণ অনুবাদ করা হয়েছে। বাজারে যেসকল তাসাওউফ ও আত্নশুদ্ধি নামে তাকী উসমানীর লেখা এই বইটি পাওয়া যায় , সেগুলোর কোনোটিতেই পরিপূর্ণ অনুবাদ নেই । শুধুমাত্র আমাদের প্রকাশনীর বইটিতে দীর্ঘ দেড় বছর ধরে বাংলা ভাষায় পরিপূর্ণ অনুবাদ করা হয়েছে।