বাংলাদেশের কৃষি যতটা গৌরবের ঠিক ততটািই অবহেলার। যুগ যুগ ধরে কৃষক কেবল ব্যবহৃত হয়েছেন পেয়েছেন খুবই সামান্য। কৃষি ও কৃষকের যন্ত্রণার চিত্রটি একেকজন একেকভাবে দেখার চেষ্টা করেছেন। ৪০ বছর ধরে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে লেখক কৃষির চিত্রকে তুলে ধরেছেন জাতীয় প্রচার মাধ্যমে। কৃষি ও খাদ্য নিয়ে ব্যষ্টিক ও সামষ্টিক সমস্যার নানাদিক ও সম্ভবনার নানা চিত্র তিনি তুলে এনেছন এই বইয়ের নিবন্ধগুলোতে।